728/90

Best prp treatment in bangladesh:prp therapy:valodactar.com

 

prp injection
PRP injection for knee pain

PRP এর অর্থ হচ্ছে-  Platelet Rich Plasma বা প্লাটিলেট রিচ প্লাজমা যা প্লাজমা রিচ প্রোটিন থেরাপি হিসাবে পরিচিত। আমাদের রক্তের মধ্যে প্লাজমা ও প্লাটিলেট নামের গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এর মধ্যে প্রচুর পরিমানে গ্রোথ (বৃদ্ধি) ফ্যাক্টর রয়েছে। এতে যেসব উপাদান থাকে, তা নতুন কোষ তৈরির পাশাপাশি পুরোনো কোষগুলোকে উজ্জীবিত করে এবং এরই ভিত্তিতে এটি মানবদেহের বিভিন্ন অংশের, যেমন ত্বক, চুল, অস্থিসন্ধি, মাংসপেশির আঘাত, টেন্ডনের আঘাত, পুরোনো ক্ষতের চিকিৎসায় উপকার করে থাকে। PRP থেরাপি প্রক্রিয়ায় রোগীর কাছ থেকে ২০ মিলি রক্ত নিয়ে একটি বিশেষায়িত মেশিনে ১০ থেকে ১২ মিনিট উচ্চ মাত্রায় সেন্ট্রিফিউজ করা হয়। এতে টেস্টটিউবের ভেতর ৩টি সুনির্দিষ্ট স্তর তৈরি হয়। এর মধ্যে ওপরের হলুদ রঙের অংশটি খুবই সতর্কতার সঙ্গে ইনসুলিন-সিরিঞ্জে তোলা হয়। অতঃপর এই পিআরপি উদ্দিষ্ট স্থানে ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে ইনজেকশন করা হয়। এটিই PRP থেরাপি। এই থেরাপি নেওয়ার ১০ মিনিটের মধ্যে রোগী বাসায় যেতে পারেন ও স্বাভাবিক সব ধরনের কাজকর্ম করতে পারেন। PRP ইনজেকশন হল একটি অ-সার্জিক্যাল অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যা ইদানীং বহু জটিল রোগের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। যেমন-  হাঁটুর অস্টিওআর্থারাইটিস,দুর্ঘটনা দ্বারা সৃষ্ট আঘাত এবং বিভিন্ন প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয় । এ ছাড়াও  জয়েন্টের টেন্ডন, পেশী, নরম টিস্যু, হাড়,জটিল ব্যথা, দুরারোগ্য ক্ষত দ্রত সারাতে,চুল পড়া,টাকে চুল গজানো সহ  শরীরের ক্ষতিগ্রস্ত অংশের মেরামত প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য আহত স্থানে এটিকে (PRP) একাধিক সেসনে  ইনজেকশন দেওয়া হয়।বিশেষ করে যেখানে অন্যান্য ধরনের চিকিৎসা যেমন ফিজিওথেরাপি, ওষুধের কোর্স, বা স্টেরয়েড ইনজেকশন ব্যর্থ হয়েছে।   

পিআরপি থেরাপি কিভাবে কাজ করে?

রক্তকণিকা প্লেটিলেট মূলত রক্তজমাট বাধঁতে ভুমিকা রাখে। এছাড়া কোন কাঁটাছেড়া বা আঘাতে শরীরবৃত্তীয় প্রতিক্রিয়া হিসেবে ক্ষতস্থানে প্লেটিলেট পৌঁছে বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর নিঃসরণ করে। এভাবে মানব দেহের সহজাত ক্ষয়পূরণ প্রক্রিয়ায় প্লেটিলেট অংশ নেয়। একারণে সাম্প্রতিককালে টেন্ডন, লিগামেন্ট ও অস্থিসন্ধির বিভিন্ন আঘাতে প্রাকৃতিক প্রক্রিয়া তরান্বিত করতে প্ল্যাটিলেট রিচ প্লাজমা ব্যবহৃত হয়।

                                           PRP  সম্পর্কে আরও জানতে ক্লিক করুন

অস্টিওআর্থ্রাইটিস বা হাড়ক্ষয় জনিত ব্যথায় পিআরপি থেরাপিঃ 

হাড়ক্ষয় জনিত হাঁটু,কোমর,মেরুদণ্ড এর ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিস হলো এক ধরনের ক্ষয়কারী অস্থিসন্ধির রোগ যা অন্তর্নিহিত হাড়ক্ষয় বা ভেঙে যাওয়ার ফলে সৃষ্টি হয়। এ রোগটি বিশ্বে অক্ষমতার চতুর্থ প্রধান কারণ বলে মনে করা হয়। সবচেয়ে সাধারণ লক্ষণ হল সন্ধিতে ব্যথা,ফুলে যাওয়া এবং শক্ত হওয়া। বয়সজনিত হাঁটুর,কোমর,মেরুদণ্ড এর ব্যথা চিকিৎসায় নতুন সম্ভাবনা নিয়ে এসেছে পিআরপি থেরাপি। হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে প্লেটিলেট রিচ প্লাজমা বা পিআরপি থেরাপি হাঁটুর ব্যথা স্থানে ইঞ্জেকশনের মাধ্যমে দেয়া হয়।পিআরপি থেরাপির মাধ্যমে চিকিৎসকেরা হাঁটুর ব্যথার দীর্ঘস্থায়ী উপশম হতে দেখেছন। পিআরপি থেরাপি কেবল অস্টিও আর্থ্রাইটিসেই নয়, লাম্বার ডিস্ক সম্পর্কিত ব্যথা, রোটেটর কাফ ইনজুরি, টেনিস এলবো, এংকেল স্প্রেইন, একিলিস টেন্ডিনাইটিস, প্ল্যান্টার ফ্যাসাইটিস, কার্পাল টানেল সিন্ড্রোম, স্যাকরো ইলিয়াক জয়েন্ট পেইনেও দেওয়া যেতে পারে। 

চুল গজানোর চিকিৎসায় PRP: 

চুল গজানোর যুগান্তকারী চিকিৎসা হলো PRP । এটা হলো  চুল গজানোর ন্যাচারাল অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি । রক্তের Platelet বা অণুচক্রিকায় আছে চুলের বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর, যা নতুনভাবে চুল গজায়, চুল মোটা করে ও চুল পড়া বন্ধ করে। এ চিকিৎসায় রোগীর দেহের রক্ত থেকে প্রস্তুত PRP ইনসুলিন-সিরিঞ্জের মাধ্যমে পড়ে যাওয়া চুলের গোঁড়া এলাকায় ছোট ছোট করে ইনজেকশন দিয়ে দিলে দেখা যাবে যেই ফলিকলগুলো মরে যাচ্ছিল বা যেখান থেকে চুল গজানোর কোনো সম্ভাবনা ছিল না,সেগুলো আবার জীবিত হয়ে চুল গজানো শুরু করে। এমনকি বংশগত চুল পড়ার ক্ষেত্রে পিআরপি থেরাপিতে উপকার আসে।

PRP injection for hair lost
PRP injection on hair loss


বিশ্বের বহু গবেষণায় প্রমাণিত হয়েছে যে পিআরপি চুল পড়া, চুল পাতলা হওয়া এবং বয়সজনিত টাক পড়া আটকানোর জন্য সবচেয়ে সফল ননসার্জিক্যাল চিকিৎসাপদ্ধতির মধ্যে একটি। এটি চুলের বৃদ্ধির সময় বাড়ায়, চুল পড়া কমায় এবং পাতলা হওয়া চুল আবার ঘন করে তুলে মাথার ফাঁকা হয়ে যাওয়া ত্বককে স্বাভাবিকভাবে গজানো নতুন চুলে ঢেকে দেয়। প্রথমদিকের সেশনগুলির পর আপনি নিজের চুল পড়া কমেছে বলে বুঝতে পারবেন। তৃতীয় সেশনের পর চিকিৎসার ফলে স্পষ্ট নতুন চুল গজানোর লক্ষণ দেখতে পাবেন।

সাধারণত প্রথম তিন মাস প্রতিমাসে একবার বা দুইবার করে এই চিকিৎসা দেওয়া হয়। অন্যান্য  চিকিৎসার তুলানায় এই পদ্ধতির সাকসেস রেট অনেক অনেক হাই। পি আর পি চুল পড়া রোগীর নিজের রক্ত থেকে তৈরী করা হয় বলে এটি ১০০% নিরাপদ এবং কোন ধরনের সাইড এফেক্ট হয় না। তবে মনে রাখতে হবে, চুল পড়া কমাতে পিআরপি একাই যথেষ্ট নয়। এর পাশাপাশি ভিটামিন সাপ্লিমেন্ট,খাদ্যাভ্যাস, জীবনযাপনের ধরনের পরিবর্তন ও মানসিক চাপ মুক্ত থাকতে হবে।  

PRP Therapy
Before                                PRP treated Hair                                 After  

  

আপনার চুল পড়ার মাত্রা এবং চুল পাতলা হয়ে যাওয়ার পরিমাণের উপর নির্ভর করে আপনার চর্মবিশেষজ্ঞ ঠিক করবেন আপনার কটি সেশন পিআরপির প্রয়োজন; ফলাফল বজায় রাখার জন্য মেন্টেনেন্স (maintenance) সেশন লাগবে কিনা, এবং সঙ্গে লাগানোর ও খাওয়ার প্রয়োজনীয় ওষুধপত্রের নির্দেশ দেবেন।

 কেন চুল পড়ায় পি আর পি সেরা?

 ১. এটি ১০০% নিরাপদ এবং কোন ধরনের সাইড এফেক্ট নেই ।

 ২. নতুন চুল গজাতে সাহায্য করে।

 ৩. চুলের বৃদ্ধিতে ও চুল মোটা হতে সাহায্য করে ।

 ৪. চুল পড়া কমায় ।

বড় ক্ষত বা ঘা চিকিৎসায় PRP:

PRP  পিআরপি কেবল চুলের জন্য নয়। আপনার ঘা ভালো হচ্ছে না, সেখানে পিআরপি ব্যবহার করে ঘা শুকিয়ে ফেলতে বা ত্বকের দুরারোগ্য ক্ষত যেমন গাড়ী দুর্ঘটনা, বার্ন ইনজুরি,অস্ত্রোপচার ও ডায়াবেটিস ফুট ইত্যাদির মত দীর্ঘস্থায়ী ক্ষত দ্রত সারাতে এই পদ্ধতি ব্যবহার করার কোন বিকল্প নেই।  

Diabeties foot
PRP treated Diabetes Foot 


ত্বকের আরও বিভিন্ন সমস্যা সমাধানে পিআরপি থেরাপি ব্যবহার করা হয়। যেমন ব্রণের দ্বারা সৃষ্ট ক্ষত, লোমকূপ বড় হয়ে যাওয়া, চোখের নিচের কালো দাগ, অল্প বয়সে ত্বক বুড়িয়ে যাওয়া, ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ইত্যাদি।

 

 যেভাবে পিআরপি থেরাপি দেওয়া হয়ঃ

 পিআরপি দেওয়ার আগে নির্দিষ্ট স্থান বিশেষ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হয়। এরপর জায়গাটি স্থানীয়ভাবে অবশকারী ক্রিম বা ইনজেকশন দিয়ে সাময়িকভাবে অবশ করা হয়, যা ৩০-৪০ মিনিট কার্যকর থাকে। রোগীর কনুইয়ের ভাঁজের রক্তনালি থেকে ২০ মিলি রক্ত নিয়ে একটি বিশেষায়িত মেশিনে দিয়ে ১০ থেকে ১২ মিনিট উচ্চ মাত্রায় ঘোরানো হয়। এতে টেস্টটিউবের ভেতর ৩টি সুনির্দিষ্ট স্তর তৈরি হয়। এর মধ্যে ওপরের হলুদ রঙের অংশটি খুবই সতর্কতার সঙ্গে ইনসুলিন সিরিঞ্জে তোলা হয়, এটিই পিআরপি। এই পিআরপি থেরাপি নির্দিষ্ট স্থানে ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে প্রয়োগ করা হয়। থেরাপি নেওয়ার ১০ মিনিটের মধ্যে রোগী বাসায় যেতে পারেন ও স্বাভাবিক সব ধরনের কাজকর্ম করতে পারেন।

 সাধারণত প্রতি মাসে ১ বার করে, ৮ থেকে ১২ মাস ধরে থেরাপি দেওয়া হয় ও থেরাপি শুরুর ৩ মাস পর থেকেই রোগীর অবস্থার পরিবর্তন ও উন্নতি বুঝতে পারেন। রোগের অবস্থান, রোগীর বয়স, শারীরিক অবস্থা সবকিছুর ওপর ভিত্তি করে ফলাফল নির্ভর করে। ভালো ফলাফলের জন্য অনেক সময় থেরাপির পাশাপাশি ওষুধ খাওয়া ও ব্যবহারের জন্য দেওয়া হয়।

 পিআরপির ঝুঁকিঃ

যেহেতু পিআরপি একজন রোগীর নিজের রক্ত ​​থেকে আসে, তাই এটিকে উন্নত বা দ্রুত নিরাময়ের সম্ভাবনা সহ  তুলনামূলকভাবে অনেক কম ঝুঁকিপূর্ণ চিকিত্সা হিসাবে বিবেচনা করা হয়। PRP থেরাপি অত্যন্ত নিরাপদ কারণ রোগীর নিজের শরীর থেকে প্রাপ্ত মূল উপাদান যা তাদের নিরাময় সক্ষমতা পুনরুদ্ধারের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। যাইহোক, সর্বোত্তম ফলাফল নিশ্চিত করার জন্য ইনজেকশন এবং চিকিত্সা শুধুমাত্র একজন পেশাদার চিকিৎসক থেকেই গ্রহণ করা উচিত। যেহেতু চিকিৎসায় আপনার নিজের রক্ত ​​ব্যবহার করা হয়, তাই PRP কোনো প্রতিকূল প্রতিক্রিয়ার ন্যূনতম ঝুঁকি  থেকে নিরাপদ। কর্টিসোন শটগুলির বিপরীতে,পিআরপি আপনার শরীরের গঠনকে দুর্বল করার পরিবর্তে  শক্তিশালী করে।

পার্শ্বপ্রতিক্রিয়াঃ 

পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে আছে ইনজেকশনের প্রয়োগের স্থানে সামান্য ব্যথা, মাথার ত্বকে সংক্রমণ, নার্ভ ড্যামেজ, চুলকানি ইত্যাদি। তবে এ সবই সাময়িক। পিআরপি থেরাপি নেওয়ার পর ঠান্ডা বা অতিরিক্ত গরম সেঁক নেওয়া যাবে না। অ্যালকোহল পান থেকে বিরত থাকতে হবে।

 

যাঁরা পিআরপি থেরাপি নেবেন নাঃ

 যাঁদের প্লাটিলেট বা অণুচক্রিকার সংখ্যা কম, যাঁদের রক্তে ফিব্রিনোজেন কম, যাঁদের শরীরে দীর্ঘমেয়াদি কোনো সংক্রমণের উপস্থিতি আছে, এবং যাঁরা রক্তরোগ বা ক্যানসারের রোগী, দীর্ঘমেয়াদি লিভারের রোগী, যাঁরা অ্যান্টিকোয়াগুলেসন থেরাপিতে আছেন। 

প্রশ্ন : পিআরপি কতবার দিতে হয় বা এর খরচ কেমন? 

 উত্তর : পিআরপির কিট খুব দামি দামি রয়েছে। আসলে খরচটা নির্ভর করে কী কিট বা উপাদান ব্যবহার করা হচ্ছে তার ওপর। কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কম দামি জিনিস ব্যবহার করে, পাঁচ হাজার টাকার মধ্যে প্রত্যেক সেশন করা যায়। আমরা সাধারণত এক মাস পর পর সেশন দিই, পাঁচ থেকে আটটি। রোগী যখন বলবে আমি সন্তুষ্ট, তখন আমরা এটি বন্ধ করতে পারি। এর পর মাঝে মধ্যে বছরে এক-দুবার পিআরপি দিলে চুল দীর্ঘস্থায়ী ভাবে ধরে রাখা সম্ভব। 

পরীক্ষা ও ওষুধপত্র: কিছু প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করাতে হবে, এবং আপনার বিশেষজ্ঞ সার্জন এর সঙ্গে কিছু ওষুধপত্র ব্যবহারের নির্দেশও দিতে পারেন। 

প্রশ্নঃ ফলাফল কখন দেখা যাবে ?

উত্তরঃ প্রথম সেশন করানোর তিন/চার মাসের মাথায় আপনি ফল দেখতে পাবেন। 

             PRP  সংক্রান্ত চিকিৎসা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন- whatsapp 01914225621 




কোন মন্তব্য নেই

Jason Morrow থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.